নীলফামারী প্রতিনিধি॥ ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় তিস্তা কমান্ড এলাকার চর ও নিুাঞ্চলের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।রবিবার (১৯ জুন) সকালে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, তিস্তার পানি সকাল ৬টায় বিপদসীমার (৫২.৬০) ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। ২৪ ঘন্টায় তিস্তা অববাহিকার ডালিয়া এলাকায় ৭১ মিলিমিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবড়ি, খালিশাচাঁপানী ও ঝুনাগাছ চাঁপানী ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, কৈইমারী, শৌলমারী ইউনিয়নের তিস্তা নদীর চর গ্রামগুলো তিস্তার বন্যায় ভাসছে বলে সেখানকার জনপ্রতিনিধিরা জানান।