বিশেষ প্রতিনিধি বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে চলছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। আজ শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর ধানমণ্ডিতে সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ শুরু হয়েছে।চতুর্থবারের মতো আয়োজিত এ নির্বাচনে দ্য চেঞ্জ মেকারস, অগ্রগামী ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৭৯৫।
বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে চার শ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনী বোর্ডের সদস্যরা।ই-ক্যাব নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী বলেন, ‘দুপুর আড়াইটা পর্যন্ত মোট সাড়ে চার শ জন ভোট প্রয়োগ করেছেন। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ করতে পারব।রাত ৮টার মধ্যে ভোটের ফলাফল ঘোষণা আশা করেন নির্বাচন বোর্ডের পরিচালক এ এইচ এম বজলুর রহমান। তিন আরো বলেন, নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবশে বিরাজ করছে। সবাই নির্বাচনী আচরণবিধি মেনেই পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। যথাসময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টায় শেষ হওয়ার কথা থাকলেও যতক্ষণ পর্যন্ত ভোট দেওয়ার লাইনে ভোটাররা থাকবেন ততক্ষণ পর্যন্তই ভোট গ্রহণ চলবে। আর ৪টার সময় যদি কেউ লাইনে না থাকেন তাহলে তখনই ভোটগ্রহণ শেষ হয়ে যাবে।ভোটার বা প্রার্থীদের কোনো অভিযোগ আছে কি না সে বিষয় জানতে চাইলে এ এইচ এম বজলুর রহমান বলেন, ‘বিছিন্ন কিছু অভিযোগ পাচ্ছি। বাহিরে প্রার্থীর নাম ধরে অতিরিক্ত স্লোগান দিচ্ছে সমর্থকরা। ’
নির্বাচনে অগ্রগামী প্যানেলের সদস্যরা হলেন ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার, কমজগৎ টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ডিজিটাল হাব সলিউশনস লিমিটেডের মোহাম্মাদ সাইদুর রহমান, ফোকাস ফ্রেমের মো. রুহুল কুদ্দুস, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান ও ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বারীন রেজা।দ্য চেঞ্জ মেকারস প্যানেলের সদস্যরা হলেন সিপরোকো কম্পিউটারস লিমিটেডের শাফকাত হায়দার, বাংলামেডস ফার্মেসি লিমিটেডের ওয়াসিম আলিম, ক্লিনফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব, আরটিএস এন্টারপ্রাইজের জিসান কিংশুক হক, কিনলে ডটকমের মোহাম্মদ মোজাম্মেল হক, নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান, ই-কুরিয়ার লিমিটেডের বিপ্লব ঘোষ, সেবা ডট এক্সওয়াইজেডের মো. ইলমুল হক এবং হুর নুসরাতের নুসরাত লোপা।ঐক্য প্যানেলের সদস্যরা হলেন যাচাই ডটকম লিমিটেডের আবদুল আজিজ, মেনসেন মিডিয়ার তৌহিদা হায়দার, স্কুপ ইনফোটেক লিমিটেডের আরিফ মোহাম্মদ আবদুস শাকুর চৌধুরী, পরান বাজারের মো. আরিফুল ইসলাম, এস এম ইন্টারন্যাশনালের মো. ছোফায়েত মাহমুদ, ক্রাফটস ম্যান সল্যুশনের মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, র্যাপিডো ডেলিভারিসের সামদানী তাব্রীজ, আই এক্সপ্রেস লিমিটেডের মো. তাজুল ইসলাম এবং নুরতাজ বাংলাদেশ লিমিটেডের মো. সেলিম শেখ। তিন প্যানেলের ২৭ প্রার্থীর বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদি বিডি লিমিটেডের ফাতিমা বেগম, বিডি এক্সক্লুসিভের মুহাম্মাদ ইসমাইল হুসাইন, যাচাই লিমিটেডের মাফিয়া নাহিদ এবং পাবলিক্স মেট্রো লিমিটেডের মো. আবদুল আলিম।নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমিন হেলালী। বাকি সদস্যরা হলেন এ এইচ এম বজলুর রহমান ও মো. আবদুর রাজ্জাক। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন মো. নজরুল ইসলাম খান। তার সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন খান ও মো. হারুনুর রশিদ।