ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার নিন্দা ও প্রতিবাদ সংবাদপত্র এজেন্ট ও হকার্স সমিতির

0
নিজস্ব প্রতিবেদক                          ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের হামলা এবং ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের সংবাদপত্র এজেন্ট ও হকার্সরা।গতকাল পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এজেন্ট ও হকার্স অ্যাসোসিয়েশনগুলো এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একইসাথে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায় তারা। প্রতিবাদ জানিয়েছেন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মো জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো আইয়ুব খান ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালাউদ্দিন মো নোমান ও সাধারণ সম্পাদক মো শাহবুদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি মো আক্তার হোসেন রিন্টু, বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার’স অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ বুলবুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টু, বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশনের সভাপতি মো বিল্লাল হোসেন মন্টু, সংবাদপত্র বিতরণকারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো রিয়াজ আহমেদ মামুন, সংবাদপত্র বিট কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো এনায়েত হোসেন ও সাধারণ সম্পাদক মো সোলায়মান মোল্লা, পত্র-পত্রিকা বিতরণকারী বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.