গাজা, ১৫ জুলাই ২০২৪ — ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় গাজা উপত্যকা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বরতায় অন্তত ১৪১ জন ফিলিস্তিনি নিহত এবং চার শতাধিক আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রোববার এই তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী তিনটি বড় ধরনের হামলা চালিয়েছে। এসব হামলায় ১৪১ জন নিহত এবং চার শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৮১ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, গাজার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় অনেক মানুষ আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরাইলি হামলায় গাজার ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরাইলি বাহিনী গাজার ঘনবসতিপূর্ণ অঞ্চলটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে। এর ফলে গাজায় বসবাসকারী ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানি সংকটে ভুগছে।
সূত্র: আনাদোলু এজেন্সি