খেলাধুলা ডেস্ক ঃ স্প্যানিশ লা লিগায় গত মৌসুমে দুবার জিরোনার মুখোমুখি হয়ে চার গোল করে হজম করেছিল বার্সেলোনা। তবে নতুন মৌসুমে যেন অপ্রতিরোধ্য তারা। জয়ের ধারা বজায় রেখে এবার জিরোনাকে উড়িয়ে দিল বার্সা। যেখানে জোড়া গোল করেছেন তরুণ তুর্কিলামিন ইয়ামাল।রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে মন্তিলিভি স্টেডিয়ামে জিরোনাকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। দলের হয়ে জোড়া গোল করেছেন তরুণ তারকা ইয়ামাল।আধিপত্য বিস্তার করেই ম্যাচের ৩০ মিনিটে গোলের খাতা খোলেন ইয়ামাল। ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বিরতির পর ৪৭ মিনিটে ডান দিকের দুরূহ এক কোণ থেকে গোল করেন দানি ওলমো। সেই গোলটিতে সহায়তা করেন জুলেস কুন্দে। ৬৪ মিনিটে বার্সাকে চতুর্থ গোল এনে দেন পেদ্রি। মার্ককাসাদোর পাস ধরে জিরোনোর গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার।অন্যদিকে ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে ব্যবধান কমান স্টুয়ানি। ৮৬ মিনিটে বদলি নামা ফেরান তোরেস সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় বার্সা। তবে সেই সুযোগ নিয়ে আর গোল শোধ দিতে পারেনি জিরোনা।এ নিয়ে এবাবের মৌসুমে লিগে টানা ৫ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে বার্সা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেও কোচ হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান ১১ পয়েন্ট ভিয়ারিয়ালেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি।