ঝালকাঠি।ঃ আগামীকাল ১৮ সেপ্টেম্বর-২২ বিকাল ৫ ঘটিকায় ইত্যাদির জন্য ধারণ পর্ব হতে যাচ্ছে ঝালকাঠিতে।৩০ লক্ষ টাকা ব্যযে নির্মিতনির্মিতব্য হানিফ সংকেতের সঞ্চালনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখা যাবে বরিশালের আঞ্চলিক ঝালকাঠির গাবখান ব্রিজের পাশে ইকোপার্কে।ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয় হানিফ সংকেতের সঞ্চালনায় বিটিভি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হবে ঝালকাঠিতে।
ঝালকাঠির ৫ নদীর মোহনা, বাংলার সুয়েজ খাল, কবি জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী সংলগ্ন ইকোপার্কে অনুষ্ঠিত হবে সুপার ডুপার হিট ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ৩০ লক্ষ টাকা বাজেটের এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য হানিফ সংকেত স্ব-শরীরে ঝালকাঠিতে উপস্থিত থেকে উপহার দিবেন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ২০২২।চলছে মঞ্চ সাজানো পর্ব।আজ রাতের মধ্যেই চর পড়া লবন ফ্যাক্টরীর কাছেই ইকোপার্ক ঝালকাঠি নদীবেষ্টিত ধানসিঁড়ি ইউনিয়ন।