ইতালির বিভিন্ন স্থানের মতো সার্ডিনিয়া দ্বীপের ওলোলাই গ্রামে দীর্ঘদিন ধরে বাইরের বাসিন্দাদের দিয়ে বসতি গড়ার জোর চেষ্টা চলছে। কয়েক দশক ধরেই গ্রামটিতে লোকজনের বসবাস কমে যাচ্ছে।
বাসিন্দা না থাকায় অনেক ঘরবাড়ি জরাজীর্ণ হয়ে পড়ছে। গ্রামটিতে মানুষের আনাগোনা বাড়াতে আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। গ্রামটি সবুজ পাহাড়ে ঘেরা। একেবারে সাজানোগোছানো।বাড়িগুলো সারি সারি। পথও ভালো। চাইলেই সেখানে দোকান ও রেস্তোরাঁ চালু করা যাবে। স্থায়ী আবাস গড়া যাবে সেখানে।বাড়ি কেনার জন্য গুনতে হবে এক ডলার।