স্থানীয় সংবাদমাধ্যম ক্রোটোনেসে জানিয়েছে, ৩০ জানুয়ারি তুরস্ক উপকূল থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকায় থাকা ১৩০ জন অভিবাসীকে রবিবার উদ্ধার করা হয়েছে। দক্ষিণ ইতালির ক্রোটোনে ও রোকেলা জোনিকা অঞ্চলের কোস্ট গার্ডের সদস্যরা প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে অভিবাসীদের নিয়ে ক্রোটোনে বন্দরে পৌঁছন।
উদ্ধারকৃতদের নৌকায় প্রাথমিক চিকিৎসা দিয়েছে এনজিও অর্ডার অব মাল্টা, ইতালীয় রিলিফ কর্পস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার স্বাস্থ্যকর্মীরা।
চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার ৭০৪ জন আশ্রয়প্রার্থী অনিয়মিত পথে ইতালিতে প্রবেশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি দ্বিগুণ।
- Advertisement -