খেলাধুলা ডেস্ক ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই সক্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো। এবার প্ল্যাটফর্ম ইউটিউবেও চ্যানেল খুললেন রোনালদো। ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নাম দেয়া হয়েছে সিআর সেভেনের চ্যানেলের। গতকাল বুধবার চ্যানেলটি খুলতেই ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড। এক দিনেই অনুসারীর সংখ্যা ১ কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে। প্রথম এক ঘণ্টাতেই রোনালদোর অনুসারীর সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ স্পর্শ করে। সংবাদমাধ্যম আল-জাজিরার দাবি এটা নতুন বিশ্ব রেকর্ড। এর আগে এত অল্প সময়ে আর কোনো ইউটিউব চ্যানেলের অনুসারীসংখ্যা ১ মিলিয়ন ছাড়ায়নি। শুধু তাই নয়, ইউটিউব চ্যানেলে সাবসক্রাইবারের সংখ্যায় দীর্ঘদিনের মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে মাত্র ২ ঘণ্টাতে টপকে যান রোনালদো। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা পর্যন্ত মেসির ১৮ বছর আগে চালু করা ইউটিউব চ্যানেল ‘লিও মেসি’র অনুসারীর সংখ্যা ছিল ২১ লাখ ৬০ হাজার। রোনালদোর অনুসারীর সংখ্যা মাত্র ২ ঘণ্টাতেই হয়েছিল ২১ লাখ ৭০ হাজার। সেটিও মাত্র ১৮টি ভিডিও আপলোড করেই। বিপরীতে মেসি এখন পর্যন্ত আপলোড করেছেন ২০৭টি ভিডিও। গুগলে বা ইউটিউবে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ লিখে সার্চ দিলেই দেখা যাচ্ছে চ্যানেলটির পরিচিতি, ‘ইউআর ক্রিস্টিয়ানোয় স্বাগত এটা ক্রিস্টিয়ানো রোনালদোর অফিশিয়াল ইউটিউব চ্যানেল।’ বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার খবর জানান রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের পর্তুগিজ মহাতারকা লেখেন, ‘অপেক্ষার পালা শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এল!’ ভক্তদের চ্যানেলটিতে সাবসক্রাইব করতে বলার কথা রোনালদো লিখেছেন তাঁর ট্রেডমার্ক উদ্যাপন সিউ…এর ঢঙে, ‘SIUUUbscribe (সাবসক্রাইব করুন) এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন।’
Next Post