ইংল্যান্ডের বিপক্ষে বাদ পড়লেন ভারতবধের নায়ক

0
খেলাধুলা ডেস্কঃ গত মাসে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। বিরাট কোহলি-রোহিত শর্মাদের তাদের মাঠেই তিন টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে কিউইরা। যেখানে তিনে নেমে ৬ ইনিংসে ৪৮.৮০ গড়ে ২৪৪ রান করেছেন উইল ইয়াং। তবে এবার ভারত বধের নায়ককেই একাদশে জায়গা হারাতে হলো। ইংল্যান্ডের বিপক্ষে ক্রো-থর্প ট্রফির প্রথম টেস্টের একাদশে তাকে রাখেনি নিউজিল্যান্ড।মূলত চোটের কারণে অভিজ্ঞ কেন উইলিয়ামসন না থাকায় সুযোগটা পেয়েছিলেন ইয়াং। কিন্তু এবার উইলিয়ামসন দলে ফিরে আসায় দুর্দান্ত কিছু করেও বেঞ্চ গরম করতে হচ্ছে ইয়াংকে।ইয়াংয়ের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলে নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম বলেছেন, ‘ভারতে সে (ইয়াং) অসাধারণ খেলেছে এবং আমাদের  জন্য দারুণ কিছু করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত সর্বশেষ সিরিজে সে যা করেছে তা বিবেচনায় নেওয়া হচ্ছে না।’সিদ্ধান্তটা যে কঠিন ছিল সেটাও জানিয়েছেন লাথাম। কিউই অধিনায়ক বলেছেন, ‘কেইনের (উইলিয়ামসনের) মতো সামর্থ্যবান ব্যাটারের ফেরা দলকে সত্যি অনুপ্রাণিত করবে। সে (ইয়াংয়ের) দারুণ একজন টিমমেট। সে কোনো ভুলও করেনি। সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল। কিন্তু এমন পরিস্থিতিতে যখন কঠিন সিদ্ধান্ত নিতে হয় আপনাকে তখন বুঝবেন দল ভালো অবস্থানে আছে। ইয়াংয়ের জন্য খারাপ লাগছে। তবে কেইন ফেরায় রোমাঞ্চিত।’ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের নিউজিল্যান্ড একাদশ:টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, নাথা স্মিথ, টিম সাউদি, ম্যাট হেনরি, উইলিয়াম ও’রোর্ক।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.