‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্যটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেননি বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, উক্ত শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।
অনুসন্ধানে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগোসংবলিত আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর, ২০২৪ উল্লেখ করা হয়েছে। এর সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে ওই শিরোনামসংবলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ইনডিপেনডেন্ট টিভির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা এবং উক্ত দাবিতে ইনডিপেনডেন্ট টিভির নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।