নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়া থানায় লুটপাট, থানা ভবনে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় অজ্ঞাত ছয় হাজারজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেন রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দুষ্কৃতকারীরা গত ৫ আগস্ট আশুলিয়া থানায় হামলা চালায়। এ সময় তারা পুলিশ সদস্যদের মারধর করে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট করে থানা ভবনে আগুন দেয়।
এ ঘটনার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু করি। একপর্যায়ে গত শুক্রবার দিবাগত রাতে ছয় হাজারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।’