আশুলিয়া থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা

0

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়া থানায় লুটপাট, থানা ভবনে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় অজ্ঞাত ছয় হাজারজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেন রানা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

- Advertisement -

মামলার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দুষ্কৃতকারীরা গত ৫ আগস্ট আশুলিয়া থানায় হামলা চালায়। এ সময় তারা পুলিশ সদস্যদের মারধর করে অস্ত্র ও গোলাবারুদ লুটপাট করে থানা ভবনে আগুন দেয়।

এ ঘটনার পর থেকে আমরা বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু করি। একপর্যায়ে গত শুক্রবার দিবাগত রাতে ছয় হাজারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।’

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বিকেলে অজ্ঞাত আসামিরা আশুলিয়া থানায় হামলা চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও থানার মূল্যবান জিনিসপত্রসহ বেশ কিছু মামলার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লুট করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

পরে তারা থানা প্রাঙ্গণে থাকা মামলায় জব্দকৃত আলামত একটি প্রাইভেট কারসহ দুটি গাড়ি ও থানা ভবনে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্রসহ সব রেজিস্টার আগুনে পুড়িয়ে দেয়। এতে থানা ভবনের দ্বিতীয় তলার মালখানায় রক্ষিত সে সময় চলমান এইচএসসি পরীক্ষার উত্তরপত্র ও নিচতলায় অস্ত্রাগারে রক্ষিত প্রশ্নপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বিকাশ এজেন্টের রক্ষিত টাকার সিন্দুক ভেঙে লুট করেন আসামিরা।
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, আশুলিয়া থানার আশপাশে যেসব পুলিশ সদস্যরা পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন।
৬ আগস্ট দুষ্কৃতকারীরা ওই পুলিশ সদস্যদের হত্যা করার উদ্দেশ্যে বাসায় গিয়ে খোঁজাখুঁজি করে। পরে তাদের না পেয়ে থানা ভবনে এসে আবারও আগুন দিয়ে উল্লাস করেন। এতে প্রায় ১০ কোটি টাকার মূল্যবান মালামাল লুটপাট এবং অগ্নিসংযোগে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়।
এ ছাড়া গত ৫ আগস্ট তিন পুলিশ সদস্যকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় পৃথক পৃথক তিনটি মামলা দায়ের করেন নিহত পুলিশ সদস্যের পরিবার। এই তিন পুলিশ সদস্য হত্যার মামলার বিষয়টি উল্লেখ করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায়ও।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.