নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়া সহকারী ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে সরকারি খাস জমিতে বাউন্ডারি ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে । সাভার উপজেলা আশুলিয়ার ১নং শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ী এলাকায় শতকোটি টাকার সরকারি জমি ভুমি দ্যসূর দখলে বলে জানা যায় ।
- Advertisement -
কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ঢাকা জেলা প্রশাসক মালিকানাধীন গোয়ালবাড়ি মৌজার খাস খতিয়ান ১নং এস এ দাগ ৬৬৫ এর ১৫. ৫o শতক জমি দখল করে সাঈদ আলী ।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় , স্থানীয় সাঈদ আলী প্রকাশ্যে কিছু দিন যাবত বাউন্ডারি ও পাকা স্থাপনা নির্মাণ করছেন ।
আশুলিয়া সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ এবায়েদুল রহমান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে সত্যতা যাচাই করে সাঈদ আলীকে খাস জমিতে নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দিয়েছেন। কিন্তু অজানা কারণে সহকারী ভূমি কর্মকর্তার নিষেধ অমান্য করে স্থাপনার নির্মাণ কাজ চলমান রেখেছে ।
Related Posts
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, খাস জমিতে পাকা স্থাপনা করার কোন নিয়ম না থাকলেও আইন না মেনে বাউন্ডারি ও ঘরবাড়ি নির্মাণ করেছেন ।
আশুলিয়া সহকারী ভূমি ও এসিল্যান্ড কর্মকর্তাদের তদারকি না থাকার কারণে এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ হচ্ছে ।
সাঈদ আলী বলেন সরকারি খাস জমি দখল মূলে তিনি মালিক। সরকারি খাস জমিতে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ করা অবৈধ কিনা ? তিনি কিভাবে নির্মাণ করছেন ? তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি । এবং কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, এক পর্যায়ে তিনি স্বীকার করে নেন,যে সরকারী খাস জমিতে বাউন্ডারি ও ঘরবাড়ি নির্মাণ অবৈধ ।
এ বিষয়ে আশুলিয়া সহকারী ভূমি ও এসিল্যান্ড কর্মকর্তা মোবাইল ফোনে বলেন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
সার্বিক বিষয়ে অবগতির জন্য সাধারণ মানুষ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী স্থানীয় সাধারণ মানুষের।