বিশেষ প্রতিনিধি বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বিদেশ যেতে চাইলে বিমানবন্দরে তাকে না আটকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (২৬ জুন) আলালের রিট আবেদনের শুনানির পর রুলসহ এ আদেশ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।
মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশ যেতে না দেওয়া কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে। স্বরাষ্ট্রসচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আলালের রিটে শুনানি করেন রিটকারীর আইনজীবী মো. তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।গত ১২ জুন অসুস্থ মোয়াজ্জেম হোসেন আলাল চিকিৎসার জন্য ভারতে যেতে চাইলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেয়। কোনো কারণ ছাড়াই বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এ ধরনের আচরণ মৌলিক অধিকার ও সংবিধান পরিপন্থী উল্লেখ করে পরে তিনি হাইকোর্টে রিট করেন।