আমিরাতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

0

 ক্রীড়া প্রতিবেদকঃ দেশ ছাড়ার আগে কোচ পিটার বাটলার বলেছিলেন, সংযুক্ত আরব আমিরাত সফরে জয়-পরাজয় নিয়ে ভাবছেন না তিনি। বরং এই প্রীতি ম্যাচগুলোতে আফিদা খব্দকার-সুরভী আকন্দদের মেলে ধরার মঞ্চ বলেছিলেন ব্রিটিশ এই কোচ। নতুন শুরুর প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বুধবার রাতে স্বাগতিক আমিরাতের কাছে হার ৩-১ গোলে।

- Advertisement -

সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার বাটলারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের ছাড়াই এই প্রথম কোনো সফরে গেছে বাংলাদেশ। সিনিয়রদের অনুপস্থিতিতে এক ঝাঁক নতুন ও তরুণ ফুটবলারদের নিয়ে দল সাজান বাংলাদেশ কোচ। এদের নিয়ে যদিও খুব বেশি আশাবাদীও ছিলেন না বাটলার। মাঠের ফলের চেয়ে মেয়েদের আন্তর্জাতিক অঙ্গনে খাপ খাইয়ে নেওয়া এবং পরিণত করাতেই বেশি মনোযোগ তার।

আমিরাতের বিপক্ষে কাল গোলপোস্টে ইয়ারজান বেগম এবং তার সামনে ডিফেন্ডার হিসেবে খেলেছেন আফিদা, কোহাতি কিসকু ও সুরমা জান্নাত। মধ্যমাঠে ছিলেন স্বপ্না রানী, তনিমা বিশ্বাস ও মুনকি আক্তার এবং তাদের সামনে খেলেছেন শাহেদা আক্তার, সুরভী, মোছাম্মত সুলতানা ও আইরিন খাতুন।খেলার প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দুই গোল হজমের পর অধিনায়ক আফিদা খন্দকার পেনাল্টি গোলে খেলায় ফেরার আশা জাগায়।

তবে পরের অর্ধে স্বাগতিকরা আরো এক গোল করে ব্যবধান বাড়িয়ে নেয়। সাবিনা-মাসুরাদের পরবর্তী প্রজন্মের শুরুটা তাই হলো হার দিয়েই। প্রীতি ম্যাচের দ্বিতীয়টি হবে আগামী ২ মার্চ।

- Advertisement -

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.