‘আমাদের বন্ধুত্ব দেখে লোকজনের জ্বলছে’

0
বিনোদন ডেস্কঃ বেশ কয়েক মাস ধরেই বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সংসার ভাঙার গুঞ্জন উড়ছে। এ নিয়ে টুঁ-শব্দও করেননি তারা। কিছুদিন আগে খবর চাউর হয়, বলিউড অভিনেত্রী নিমরত কৌরের কারণে ঐশ্বরিয়ার সংসারে ভাঙন দেখা দিয়েছে। এরপর জল্পনা আরও বাড়তে থাকে। কিন্তু এই অভিযোগ ইঙ্গিতপূর্ণভাবে অস্বীকার করেন ‘দসভি’খ্যাত এই অভিনেত্রী।নিমরত কৌর পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ অস্বীকার করলেও থেমে নেই চর্চা। এরই মাঝে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন নিমরত। ইঙ্গিতপূর্ণ এই ভিডিও নিয়ে আরও জোরালো হয়েছে নিমরত চর্চা। এ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।নিমরতের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সোফার ওপরে বসা একটি বিড়াল, এ সোফার সামনে বসে হাত নাড়িয়ে কথা বলছেন বলিউড অভিনেত্রী নিমরত কৌর। মূলত, তিনি ঠোঁট মেলাচ্ছেন পাঞ্জাবি ভাষার একটি কণ্ঠের সঙ্গে। যার বাংলা তরজমা— ‘আমাদের আসল বন্ধুত্ব দেখে লোকজনের জ্বলছে বা হিংসা করছে। বন্ধুত্ব এমনই হওয়া উচিত, যাতে করে লোকজন সেটা দেখে হাঁ হয়ে যান।’নিমরত এ ভিডিওর ক্যাপশনে লেখেন, ‘আমার আর কেসির (করম চাঁদ) বন্ধুত্বটা এরকম। এটি আপনি আপনার বয় ফ্রেন্ডকে ট্যাগ করুন।’নিমরতের এই ভিডিও নিয়ে নানারকম মন্তব্য করছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে বলছেন— অভিষেকের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারটি বোঝানোর জন্যই এই পথ বেছে নিয়ে

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.