LastNews24.com
At last news on first everyday everytime

আমরা অস্থিতিশীলতার বীজ বপন করে যাচ্ছি : জিএম কাদের

0

বিশেষ প্রতিনিধি জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘আমরা অস্থিতিশীলতার বীজ বপন করে যাচ্ছি। আমরা উন্নয়নের নামে মানুষকে অত্যাচার করছি, উন্নয়নের নামে লুটপাট করছি, উন্নয়ন করছি না। দেশকে এখান থেকে বাঁচাতে হবে। আমরা সেজন্য সামনের দিনে কাজ করতে চাই।’আজ শনিবার দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত বেশ কয়েকজন আইনজীবীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আজকে আপনারা বাংলাদেশের কথাই চিন্তা করেন, ন্যাচরাল…মানুষ তো আমরা সবাই। বয়স হয়েছে, আজকে আছি-কালকে থাকব না। অসুস্থ হতে পারি, কাজে অকর্মন্য হতে পারি, মারাও যেতে পারি। তখন দেশ কোথায় যাবে? তাহলে এটা কীসের স্থিতিশীল? যদি কালকে হঠাৎ করে খবর হয়, তার পরে যদি দেশের মধ্যে আগুন লেগে যায়, চারপাশে মারামারি-কাটাকাটি শুরু হয়-এটা কি স্থিতিশীল হলো?জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা চাই এমন সরকার, যে সরকার পরিবর্তন হলেও দেশে স্থিতিশীলতা থাকবে। সামাজিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা, তাহলেই বিদেশি বিনিয়োগ আসবে। তাহলেই মানুষ নিশ্চিন্তে ঘুরতে পারবে। বিদেশিরা আসবে, বিনিয়োগ করবে, তারা ব্যবসা করতে পারবে। এটাতে স্থিতিশীল অর্থনীতি তৈরি হবে।’

Leave A Reply

Your email address will not be published.