LastNews24.com
At last news on first everyday everytime

আমরাও চাই দুর্নীতিবাজরা যেন ক্ষমতায় না আসে : দুদক চেয়ারম্যান

0

বিশেষ প্রতিনিধি নির্বাচন সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন কিছু করা উচিত নয় যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন মন্তব্য করে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেছেন, সাধারণ মানুষের মতো আমরাও চাই দুর্নীতিবাজরা যেন ক্ষমতায় না আসে।মঙ্গলবার দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে দুদক। কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সমন্বিত জেলা কার্যালয়ের প্রধান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা সভা করেন।কর্মসূচিতে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, কমিশনার (তদন্ত) জহুরুল হক, কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন, সচিব মাহবুব হোসেন, মহাপরিচালকরা ও কমিশনের সব কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.