Related Posts
আফগানদের ২ উইকেটে ১১৮ রানের দলীয় স্কোর মুহূর্তের মধ্যে দাঁড়ায় ৫ উইকেটে ১১৯ রান।এ সময় রহমত (৫২) রানআউট হওয়ার আগে ড্রেসিরুমে ফেরেন হাশমতউল্লাহ শাহীদি ও আজমতউল্লাহ ওমরজাই। নাসুমের বলে ওমরজাই ‘গোল্ডেন ডাক’ মারার আগে বাউন্ডারি লাইনে মোস্তাফিজের বলে শরিফুলকে ক্যাচ দেন আফগান অধিনায়ক শাহীদি (১৭)।