নরসিংদী প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নরসিংদীর মাদ্রাসা শিক্ষার্থী সুমন রহমান অনিক। সুমনের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।সোমবার রাত ৮টার দিকে সুমনকে দেখতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যান খায়রুল কবির খোকন। এ সময় তিনি আহত সুমনের চিকিৎসার সহায়তা হিসেবে পঞ্চাশ হাজার টাকা পরিবারের হাতে তুুলে দেন। নরসিংদীর সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, শিক্ষার্থী সুমনের সার্বিক চিকিৎসার খোঁজ রাখছেন এবং যেকোনো প্রয়োজনে তিনি তাদের পরিবারের পাশে থাকবেন।আহত সুমন নরসিংদীর মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর মহল্লার মৃত হাসেন আলীর ছেলে। গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয় সুমন রহমান অনিক (২১)।
Prev Post