তাদের গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বেলা ১টা ২০ মিনিটে তাদেরকে ট্রাইব্যুনালের এজলাস থেকে পর্যায়ক্রমে সবাইকে বের করা হয়।তখন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হাতজোড় করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এ ছাড়া সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হাত নেড়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান।