আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষে আহত অন্তত ৪০

0

ষ্টাফ রিপোর্টার : রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -

আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

 

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

 

তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে চার থেকে পাঁচজন আনসার সদস্য বাকিরা সবাই শিক্ষার্থী। তবে প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেননি তিনি।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.