আনসারের মাঠ পর্যায়ের কর্মকর্তা বাহিনীর মেরুদণ্ড : আনসার ডিজি

0
নিজস্ব প্রতিবেদকঃ সার্কেল অ্যাডজুডেন্ট, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তারা (ইউএভিডিও) এ বাহিনীর মাঠ পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং তারাই বাহিনীর মেরুদণ্ড বলে মন্তব্য করেছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (১১ ডিসেম্বর) বাহিনীটির প্রধান সদর দপ্তরে সারাদেশের উপজেলা থেকে গুরুত্বপূর্ণ এই স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। সভায় বাহিনীর ভবিষ্যৎ স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও সদস্য হওয়ার জন্য যোগ্যতা নির্ধারণে ইউএভিডিওদের নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সভায় পরিপূর্ণ ধারণা দেন।

এসময় তিনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের  ক্লাব সমিতি পুনর্গঠনের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেন।আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার হোল্ডার যারা দীর্ঘদিন যাবৎ লভ্যাংশ পাননি, তাদের তালিকা হালনাগাদ ও যাচাই-বাছাই করে প্রাপ্যতা বুঝিয়ে দেয়ার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে তৃণমূল পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পরামর্শ দেন।

বাহিনীর চলমান সংস্কার প্রক্রিয়ার অন্যতম অংশ প্রশিক্ষণসমূহ। প্রশিক্ষণ প্রক্রিয়ায় ডিজিটাল সেটআপ, মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে সারাদেশের গ্রাম পর্যায়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু করার যে বৃহৎ কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে সম্পর্কে সকল উপজেলা কর্মকর্তাদেরে কার্যকর ভূমিকা রাখতে দিক নির্দেশনা দেন।একই সঙ্গে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়।

তাছাড়া চলমান সংস্কার এর আওতায় নীতিমালার মাধ্যমে উপজেলা কর্মকর্তাদের অফিস, ল্যাপটপ, স্মার্ট ফোন বরাদ্দ করার মত যুগোপযোগী পরিবর্তন আনার বিষয়ে বাহিনী প্রধান সকলে অবগত করেন। সক্ষমতা বৃদ্ধি, যোগ্য প্রশিক্ষণার্থী বাছাই, দলনেতা বা ভাতাভুক্তদের ভাতাভুক্তির মেয়াদ যোগ্যতার ভিত্তিতে নবায়নসহ ক্লাব সমিতির সর্বোত্তম ব্যবহারের জন্য প্রয়োজনীয় মতামত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তারা মহাপরিচালক অবগত করেন। বাহিনী প্রধান এই সংস্কারের নবযাত্রায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাদের প্রাপ্য সমূহ এবং বাহিনীর কাছে তাদের আশা-আকাঙ্ক্ষার ক্ষেত্র সমূহ যোগ্যতার ভিত্তিতে নিশ্চিত করা হবে এ বিষয়ে নিশ্চয়তা প্রদান করেন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকসহ বাহিনীর সদর দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.