বীরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস আদিতমারী উপজেলা, লালমনিরহাটের আয়োজনে ৮ সেপ্টেম্বর ২০২২ উপজেলার গিরিজা শংকর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৭ম উপজেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। হলিডের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সভাপতি বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা মোঃ আবু জাফর। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি জি আর সারোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, আঞ্চলিক উপ কমিশনার মুক্তালাল রায় ঈশোর ও জেলা সম্পাদক মোঃ মোজাম্মেল হক। প্রধান অতিথি বলেন, ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি স্কাউট আন্দোলন ছোটকাল থেকেই দায়িত্ব সচেতন করে গড়ে তোলে’। বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ইউনিট গঠন ও নিয়মিত স্কাউট কার্যক্রম পরিচালনার জন্য জেলার স্কাউট লিডারদের আহ্বান জানান। হলিডেতে আদিতমারী উপজেলার ১২৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০৮ জন কাব স্কাউট শিশু, ১২৭ জন কাব লিডার ও ৪০ জন হলিডে অফিসিয়ালসহ মোট ৬৭৫ জন অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে কাব শিশুদের এ বৃহৎ আয়োজন বিষয়ে দিনাজপুর অঞ্চলের স্কাউট উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,“ স্কাউটিং পদ্ধতিতে হাতে কলমে ও আনন্দের সাথে ছেলেমেয়েদের সৎ, চরিত্রবান, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মুক্তাংগনের কর্মসূচি হিসেবে কাব হলিডে উদযাপন করা হয়। তিনি । অংশগ্রহণকারী সোনামনি কাব স্কাউট শুভেচ্ছা জানান ও নিয়মিত প্যাক ও ট্রুপ মিটিংয়ের পাশাপাশি এধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য অঞ্চলের আওতাধীন ৮টি জেলা ও ৫৮টি উপজেলার স্কাউটারদের অনুরোধ জানান।