বিশেষ প্রতিনিধি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আদম তমিজি হককে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের পাসপোর্ট পুড়িয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক পত্রে এ সুপারিশ করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি পত্রে স্বাক্ষর করেন।গত বৃহস্পতিবার ও শুক্রবার হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের উপদেষ্টা আদম তমিজি ফেসবুকে একাধিক স্ট্যাটাসে আওয়ামী লীগ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও তাঁর চাচার উদ্দেশে অশ্লীল গালাগাল করেন। রাসেলের বিরুদ্ধে টঙ্গীতে হক গ্রুপের জমি দখলের অভিযোগ এনেছেন তিনি।