LastNews24.com
At last news on first everyday everytime

আজ মতিঝিল যাবে মেট্রোরেল

0

বিশেষ প্রতিনিধি মেট্রোরেলের (এমআরটি-৬) আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন হবে আজ শনিবার। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার থেকে রাজধানীর এই সোয়া আট কিলোমিটার অংশেও যাত্রী পরিবহন করা হবে। প্রথমে আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেনের উদ্বোধন করবেন সরকারপ্রধান। সেখান থেকে আরেকটিতে চড়ে যাবেন মতিঝিল স্টেশনে। সেখানে তিনি হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল লাইনের (এমআরটি-৫ উত্তর) নির্মাণকাজের উদ্বোধন করবেন।

৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ কিলোমিটার দীর্ঘ উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে, উত্তরার দিয়াবাড়ী থেকে কমলাপুর পর্যন্ত। গত বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ী-আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তবে ২০২৫ সালের জুনে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১ দশমিক ১৬ কিলোমিটার অংশে এই ট্রেন চালু হতে পারে।

উত্তরার দিয়াবাড়ী স্টেশন থেকে মতিঝিল যেতে সময় লাগবে ৩১ মিনিট। ভাড়া লাগবে ১০০ টাকা। আগারগাঁও থেকে মতিঝিল অংশের পথে ছয়টি স্টেশন থাকলেও প্রথম দিকে ফার্মগেট, সচিবালয়ে ট্রেন থামবে। পর্যায়ক্রমে চালু হবে বিজয় সরণি, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি স্টেশন। প্রথম দিকে ট্রেন চলত সকাল ৮টা থেকে ৪ ঘণ্টা। বর্তমানে চলছে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। আগারগাঁও-মতিঝিল অংশে প্রথম দিকে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিট অন্তর। অর্থাৎ ওই সময়ের ট্রেন দিয়াবাড়ী থেকে মতিঝিল যাবে। দিনের বাকি সময় আগারগাঁও পর্যন্ত ট্রেন চলবে।

Leave A Reply

Your email address will not be published.