LastNews24.com
At last news on first everyday everytime

আগামী ৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মাসকটের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা

0

ক্রীড়া ডেস্কঃ জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ খেলার পর ছুটিতে ছিলেন। তাদের সেই ছুটি শেষ হয়েছে। আগামী ৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টিম টাইগার।

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগামী ২ অক্টোবর মাহমুদউল্লাহ-মুশফিকদের করোনা পরীক্ষা করানো হবে। পরের দিন ৩ অক্টোবর দিনগত রাত ১টায় ওমানের রাজধানী মাসকটের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। মাসকটে পৌঁছে ৪ অক্টোবর কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ দলকে। পরদিন থেকে শুরু হয়ে ৮ তারিখ পর্যন্ত চলবে অনুশীলন। সেখান থেকে ৯ অক্টোবর দল যাত্রা করবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। আমিরাতে পৌঁছে কোয়ারেন্টাইন শেষে ১১ অক্টোবর আরও একদিন অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা।

১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ হবে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে। পরদিন অনুশীলন। ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর আসল মঞ্চে পা রাখতে ফের ওমানে রওনা হবেন মাহমুদউল্লাহরা। সেখানে ফের একদিন অনুশীলন করবেন তারা।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বাছাইপর্বে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে। দুটি ম্যাচ শুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর দুপুর দুইটায় বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ম্যাচগুলো জিতলেই বাংলাদেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

Leave A Reply

Your email address will not be published.