আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে রবিবার ও আগামী সোমবার দিনরাতের তাপমাত্রা বাড়তে পারে।সেই সঙ্গে কুয়াশা আরো কমে সূর্যের আলোর প্রাপ্যতাও বাড়তে পারে। ফলে কিছুটা কমতে পারে শীতের তীব্রতা। তবে চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আবার দিনরাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ ফিরে আসার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘৭ ও ৮ জানুয়ারি (মঙ্গল ও বুধবার) দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এ দুই দিন দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে বৃষ্টির পর আবার দিন ও রাতের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে। আশঙ্কা করছি, ১০ বা ১১ জানুয়ারি (শুক্র বা শনিবার) থেকে আবার শৈত্যপ্রবাহ আসতে পারে।’
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রাও।
- Advertisement -