পঞ্চগড় প্রতিনিধি ঃ বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করে বাংলাদেশের পেছনে শুধু বাঁশ দেয় নাই, আওয়ামী লীগের পেছনেও বাঁশ দিয়ে গেছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, তারা আওয়ামী লীগের নাম ধুয়ে মুছে নতুন নাম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসেন।রবিবার দুপুরে পঞ্চগড় স্টেডিয়ামে খেলাফত মজলিস পঞ্চগড় শাখার আয়োজনে নৈরাজ্যের প্রতিবাদ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে মামুনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ৭১ সাল থেকে ৭৫ সাল বাকশালের দুটি মূল নীতিকে বিশ্লেষণ করলে দেখা যায়, শেখ মুজিবের রাজনীতি ছিলো প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনার দলীয়করণের কারণে আজকে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে খান খান হয়ে গেছে। এর দায় শেখ হাসিনার ও আওয়ামী লীগের। এর থেকে পুলিশ বাহিনীকে বের হয়ে আসতে হবে।খেলাফত মজলিস পঞ্চগড় শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পঞ্চগড় জেলা জামাতের আমির প্রভাষক ইকবাল হোসেন বক্তব্য রাখেন। এর আগে মামুনুল হককে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।