সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। স্বাধীনতার ৫৩ বছরে আমার মনে হয় কোনো মিডিয়ায় এমন লেখেনি, এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো।এ রকম কিন্তু কোনো সংবাদ মনে হয় কোনো সাংবাদিক…যেহেতু আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি, আমি মর্নিং নিউজে ছিলাম—আমরাও কোনো দিন করিনি। কিন্তু এখনো যে পরিস্থিতি, আগের মতোই অবস্থা। আমি বলব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাকটরি (সন্তোষজনক)। কিন্তু এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে।’
দিনি আরো বলেন, ‘পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম, সে অবস্থার চেয়ে কি আরো ভালো হয়েছে না? কিন্তু হ্যাঁ, তাদের কর্মকাণ্ড আরো বাড়ানোর স্কোপ আছে। এরা চেষ্টাও করছে। তাদের কমান্ডাররাও চেষ্টা করছেন। এটা আস্তে আস্তে আরো ভালোর দিকে যাবে।’
- Advertisement -