আইনি লড়াইয়ের মাঝেই ধানুশকে খোঁচা দিয়ে পোস্ট নয়নতারার

0
বিনোদন ডেস্কঃ ভারতের দক্ষিণী অভিনেত্রী নয়নতারা ও ধানুশ দ্বন্দ্ব আইনি পথ নিয়েছে। তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে। এই আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন নয়নতারা।যা পড়ে অনেকেরই দাবি ইঙ্গিতে ‘লেডি সুপার’ নাকি নিশানা করেছেন অভিনেতা-প্রযোজক ধানুশকে। পোস্টে তিনি লিখেছেন, ‘যখন আপনি কারও জীবন মিথ্যা দিয়ে ধ্বংস করে দেন, সেটা লোন হিসেবে নিন কারণ সেটা আপনার জীবনে সুদ সমেত ফেরত আসবে।’এদিকে উল্লেখযোগ্যভাবে ‘লোন হিসেবে নিন’ কথাগুলোর নিচে দাগ দিয়ে হাইলাইট করা। সম্প্রতি দক্ষিণের ‘লেডি সুপারস্টার’-এর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন অভিনেতা-প্রযোজক ধানুশ। অভিযোগ, নয়নতারা তার তথ্যচিত্রে ধানুশ প্রযোজিত ‘নানুম রাউডি ধান’ সিনেমার ছবি ভিডিও ব্যবহার করেছেন কোনও অনুমতি ছাড়াই।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাদ্রাজ হাইকোর্টে নয়নতারা ও তার স্বামী পরিচালক ভিগ্নেশ শিবানের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেন ধানুশ। সেই ঘটনার পরই নয়নতারার এই পোস্ট সাধারণ মানুষ অর্থবহ মনে করছেন।কিছুদিন থেকে নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব প্রকাশ্যে। অভিনেত্রীর অভিযোগ তার ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালক বা অভিনেতাদের এনওসি পেলেও বেঁকে বসেছেন ধানুশ। নয়নতারা অভিনীত ভিগ্নেশ শিবান পরিচালিত ‘নানুম রাউডি ধান’ ছবির প্রযোজক।তথ্যচিত্রে সেই ছবির ভিডিও, গান বা ফুটেজ ব্যবহারের জন্য অনুমতি চাইলেও তা দিতে রাজি হননি ধানুশ। এরপর সেই ছবির ‘বিহাইন্ড দ্য সিনস’ থেকে ৩ সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা হলে ভিগ্নেশ-নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠান ধানুশ।যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হন অভিনেত্রী। কিছুদিন আগে তাদের ইন্ডাস্ট্রির এক বিয়েতে দেখা যায়। সেখানেও একে অন্যকে এড়িয়েই যান নয়নতারা ও ধানুশ, ভাইরাল হয় সেই ভিডিও।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.