আইনি জটিলতায় শাকিরা

0

বিনোদন ডেস্ক স্পেনে কর ফাঁকির মামলায় বিচার এড়াতে পারলেন না কলম্বিয়ান পপ তারকা শাকিরা। শেষ পর্যন্ত কাঠগড়ায় দাঁড়াতেই হচ্ছে তাঁকে। শাকিরার বিরুদ্ধে অভিযোগ হল- ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে স্পেনে বসবাস করার সময় আয়কর বাবদ ১৪.৫ মিলিয়ন ইউরো তিনি ফাঁকি দিয়েছেন। এ অভিযোগে সোমবার বার্সেলোনার আদালতে শুনানির মুখোমুখি হতে হচ্ছে শাকিরাকে।

মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, মামলার শুনানি চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ১২টি শুনানিতে শাকিরাকে জেরা করা হতে পারে। বিচারক হোসে ম্যানুয়েল দেল আমো সানচেজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল শাকিরার কর ফাঁকির মামলা শুনবেন। মামলা চলাকালে ১০০ জনের বেশি সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।অন্যদিকে শাকিরা দাবি করে আসছেন, তাঁর বিরুদ্ধে কর ফাঁকির এ মামলা দায়ের হওয়ার আগে তাঁর কাছে কর অফিসের যা পাওনা ছিল, তা তিনি পরিশোধ করেছিলেন।শাকিরার ভাষ্য, যে সময়ের কর ফাঁকির কথা বলা হচ্ছে, তিনি তখন স্পেনে বসবাস করতেন না। ২০১২ থেকে পরের কয়েক বছর তিনি ‘যাযাবর জীবন’ যাপন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.