আজ বৃহস্পতিবার সকালে এই দায়িত্ব নেন তিনি। এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
এর আগে গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বাহারুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আগামী দুই বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।