তবে কোহলির ৮৪ রানের দুর্দান্ত ইনিংসেই আজ সহজ জয় পেয়েছে ভারত।৪ উইকেটের জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা তৃতীয়বার ফাইনালে ওঠার পথে ‘প্রতিশোধ’ যেন নিল ভারত। আইসিসির দুই টুর্নামেন্ট সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।
এর আগে রেকর্ড গড়া লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া ফিফটিতে ২৬৪ রান করে অজিরা। স্মিথের ৭৩ রানের বিপরীতে ৬১ রান করেন ক্যারি। আইসিসির নকআউট পর্বে এর আগে এত রানের লক্ষ্য দিয়ে কখনো হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু আজ সেই তিক্ত স্বাদ দিল ভারত। সঙ্গে অজিদের ফাইনাল খেলার স্বপ্নও ভেঙে দিল। আগের সর্বোচ্চ রান তাড়াও ছিল ভারতের, ২৬১ রান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই রান তাড়া করে জিতেছিল ভারত।
- Advertisement -