বিশেষ প্রতিনিধি: লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পিরোজপুরে অসচ্ছল এক শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা করেছেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।বুধবার বিকেলে সামাজিক সংগঠন উই কেয়ার এর সহযোগিতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ওই শিক্ষার্থীকে রানা তার নিজস্ব বাসভবনে আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করেন।এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ প্রাপ্ত ওই শিক্ষার্থী জানায়, পরীক্ষায় পাশের পর সে ভান্ডারিয়া সরকারি কলেজে ভর্তি হয়েছে। তবে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হওয়ায় তার লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল। বিষয়টি সামাজিক সংগঠন উই কেয়ার জানতে পেরে পিরোজপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাকে অবহিত করে। এরপর তিনি ব্যক্তিগতভাবে তাকে আর্থিক সহযোগিতার পাশাপাশি বই খাতা প্রদান করেন। লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সামাজিক সংগঠন উই কেয়ার ও শেখ রিয়াজ উদ্দিন রানাকে ধন্যবাদ জানান ওই শিক্ষার্থী।উই কেয়ার এর সদস্য বায়জিদ হাসান বলেন, মাধ্যমিকের পর এদেশের ৩৭ শতাংশ শিক্ষার্থীরা অর্থের অভাবে ঝড়ে পড়ে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উই কেয়ার সংগঠনের মাধ্যমে অর্থের অভাবে লেখাপড়া বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে নিয়ে তারা কাজ করে যাচ্ছে।আর এ ধরনের সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুবই আনন্দিত শেখ রিয়াজ উদ্দিন রানা। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডগুলো তাকে আত্মতৃপ্তি দেয় বলেও জানান তিনি।এছাড়া এ শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য সুযোগ সৃষ্টি করে দেয়ায় উই কেয়ারকে ধন্যবাদ জানান বিএনপি নেতা রানা।