অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরে অভয়নগরে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় অভয়নগর থানা চত্তরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন থানা মসজিদের ইমাম মাওঃ মো. ইসমাইল হোসেন, গীতা পাঠ করেন দেব গৌড় চন্দ্র দাস, বাইবেল পাঠ করেন সুবীর মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ ও সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, আকিজ গ্রæপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি), উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাবুল, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল মুকিত সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ। নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। অনুষ্ঠান সঞ্চলনায় করেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ওসি মিলন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভীন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, পুলিশ পরিদর্শক (ডিআইওঅন) মশিউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ মোটরযান ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া সার, খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ্ শাহজালাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মুকিত জিলানী। উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিগণ, উপজেলা পর্যায়ে সরকারি, আধা সরকারি, বে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।