মোঃ রবিউল ইসলাম/- যশোর অভয়নগরে মুজিব বর্ষ উপলক্ষে কৃষক পর্যায়ে নতুন পাওয়ার টিলার ও ট্রলি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের অধীনে উপ-প্রকল্পের মঞ্জুরীকৃত এআইএফ-২ ম্যাচিং গ্রান্ড ফান্ড কার্যক্রমের আওতায় উপজেলার ৮টি কমোন ইন্টারেস্ট গ্রুপের (সিআইজি) মাঝে ১৬টি পাওয়ার টিলার, ১৫টি ট্রলি, ১টি সিডর মেশিন ও ২৫টি প্লাস্টিকের ফ্রেট্স বিতরণ করা হয়। যার মূল্য ৪১ লাখ ৩৮ হাজার টাকা। বিতরণকৃত টিলার ও ট্রলির মোট মূল্যের ৩০ শতাংশ টাকা প্রদান করেছে কৃষক, বাকি ৭০ শতাংশ সরকারী সহায়তা।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়েলর উপাধ্যক্ষ প্রশান্ত কুমার, চলিশিয়া ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিতোষ কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, অশোক কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সহ সিআজি গ্রুপের কৃষকবৃন্দ।