অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে ভবদহের পানিবন্দি মানুষের মাঝে সেলাই মেশিন, চাল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলার সাউদার্ন স্কুল এন্ড কলেজ মাঠে এ সেলাই মেশিন ও চাল বিতরণ করা হয়।
আমরা অভয়নগরবাসীর ব্যানারে উত্তরবঙ্গে বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল সেই অর্থের কিছু অংশ দিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের দেওয়া সেলাই মেশিন ও চাল পেয়ে খুশি ভবদহের পানিবন্দী দেড় শতাধীক মানুষ।
উপজেলার কোটা গ্রামের হোসেনদ্বীপ এলাকার বাসিন্দা আজগার আলী খন্দকার বলেন, ঘরের মধ্য থেকে পানি সরতে শুরু করেছে। আশাকরি খুব দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর ব্লাড ব্যাংক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বপ্নদ্রষ্টা সৈয়দ সোয়াইব ইমতিয়াজ ইয়াদ। এছাড়াও উপস্থিত ছিলেন, আকিব হাসান গালিব, আলিমুদ্দিন হোসেন, রিয়াজুল ইসলাম, হারুন অর রশিদ, জিসান খান, মোহাম্মাদ সাগর, আরশাদ হোসেন, ফাহিম সরদার, সৌরভ নন্দি, হাসান মাসুদ উৎস, টিপু সুলতান, সানজিদা আক্তার, নিশাত সুলতানা দুলি, তন্ময় সজিব, আবু মুসা, মহিব্বুল্লাহিল মাহিদ, আব্দুর রহিমসহ অন্যন্যরা।