অভয়নগরে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া

0
অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিমুল বারী ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম মোল্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যডভোকেট গাজী শহিদুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বায়জিদ মোস্তাকিন, রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকদলের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদ, থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, অভয়নগর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মঞ্জুর মাস্টার, হাফেজ শেখ রাফসানসহ অন্যন্যরা।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.