অভয়নগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

0

অভয়নগর (যশোর) প্রতিনিধি: “কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে যশোরের অভয়নগরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এ এফ এম অহেদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তাহসীন রেজা। আরো বক্তব্য রাখেন, শিক্ষার্থী আফরোজা আক্তার লিজা ও ফাতেমা সাকিব লিরা প্রমুখ। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় সকল কিশোরী ক্লাবের মেয়েদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.