অভয়নগর (যশোর) প্রতিনিধি যশোরের অভয়নগরে জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধার ও কচুরিপানা অপসারনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ নভেম্বর) বিকালে পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারন অর রশীদ, বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস প্রমুখ।