অভয়নগরে ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

0
অভয়নগর (যশোর) প্রতিনিধি                                         যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার নওয়াপাড়া বুইকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যপক গোলাম রসুল।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জির সঞ্চলালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও সহকারী অধ্যপক ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতে ইসলামির সাধারণ সম্পাদক মহিউল ইসলাম, শুরা সদস্য গোলাম মোস্তফা, জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, বিশিষ্ট সমাজসেবক কাজী মশিয়ার রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহ সুপার ওয়ালিউল্লাহ বরকতি, পায়রা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক কামরুজ্জামান, তরবিয়াত ফেডারেশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফারাজী, ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান, যুবায়ের হোসেন, আবু তালহা নওশাদ প্রমুখ।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.