অনুশীলনে চোট, হাসপাতালে মোরাতা

0
খেলাধুলা ডেস্কঃ রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে গোল পেয়েছিলেন আলভারো মোরাতা। এসি মিলানের হয়ে ছন্দেও আছেন তিনি। কিন্তু এর মধ্যে পেলেন দুঃসংবাদ। অনুশীলন চলাকালীন মাথায় চোট পান এই ফরোয়ার্ড। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।অনুশীলন চলাকালীন লাফিয়ে উঠে হেড দেওয়ার চেষ্টায় সতীর্থের সঙ্গে ধাক্কা খান মোরাতা। তখনই মাথায় ব্যথা পান তিনি। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক বিবৃতিতে এসি মিলান বিষয়টি নিশ্চিত করে। প্রাথমিকভাবে চোট গুরুতর মনে করা হলেও স্ক্যান পরার পর স্বস্তি মিলে।বিবৃতিতে ইতালিয়ান ক্লাবটি জানায়, ‘সকালে অনুশীলনে ধাক্কা লাগার পর মোরাতা গুরুতর ‘ক্রেনিয়াল ট্রমায়’ আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। এমআরআই স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। আলভারো এখন ভালো অনুভব করছে। এই ধরনের চোটের ক্ষেত্রে চিকিৎসার ধারা অনুযায়ী আপাতত সে হাসপাতালে পর্যবেক্ষণে থাকবে।’এই চোটের কারণে আগামী ম্যাচে অনিশ্চিত মোরাতা। সেরি আতে কালিয়ারির বিপক্ষে মাঠে না থাকতে পারেন তিনি।

- Advertisement -

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.