তথ্য-প্রযুক্তি ডেস্ক/- চিনের গবেষক দলের দলনেতা অধ্যাপক ফেং ঝিউ বলেন,নতুন উদ্ভাবিত অতি পাতলা চিপগুলো অ্যানালগ সিগন্যাল বাড়াতে পারে এবং প্রসেসরের সঙ্গে ব্লুটুথ কমিউনিকেশন ফাংশন যুক্ত করতে পারে। এমন অতি পাতলা দুটি নমনীয় চিপ উদ্ভাবন করেছেন চীনের গবেষকরা। নমনীয় এই প্রযুক্তি জৈব ও অজৈব উপাদানে যুক্ত করা যাবে। চিপগুলো ২৫ মাইক্রোমিটারের চেয়েও কম পুরুত্বের। এটি তৈরি করেছেন তিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।
ইন্টারনেট অব থিংস, ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল মেডিকেল সার্ভিস ও কমিউনিকেশন খাতে এ ধরনের চিপ ব্যবহৃত হবে বলে আশা করছেন ফেং।
—- চায়না ডেইলি